০৯-০৩-২০১৪ ইং তারিখে অনুষ্ঠিত উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার কার্যবিবরনীঃ
উপজেলা প্রকৌশলীর দপ্তরঃ
১। উপজেলা বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল(এডিপি) ঃ
উপজেলা প্রকৌশলী সভাকে জানান যে, গত ২১-১১-২০১৩ ইং তারিখের সভার সিদ্ধামত্ম মোতাবেক নিম্ন বর্ণিত ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত ২০১৩-২০১৪ অর্থ বছরে এডিপি-এর ৪ কিসিত্মতে বরাদ্দকৃত ৬৭,৪৪,০০০.০০ টাকা এবং ২০১২-২০১৩ অর্থ বছরের রাজস্ব উদ্বৃত্ত এডিপি-এর অর্থে উপজেলা প্রকল্প বাছাই কমিটি কর্তৃক চুড়ামত্ম সুপারিশকৃত প্রকল্প প্রসত্মাব ও প্রকল্প বাসত্মবায়ন কমিটি পাওয়া গিয়াছে। তিনি প্রকল্প প্রসত্মাব, প্রকল্প বাসত্মবায়ন কমিটি ও প্রাক্কলন অত্র সভায় উপস্থাপন করেন।
ইউনিয়ন | ক্রমিক নং | প্রকল্পের নাম | খাত | প্রাক্কলিত মূল্য | বাসত্মবায়ন পদ্ধতি |
গঙ্গানন্দপুর | ১। | গঙ্গানন্দপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ ও মাঠ রাসত্ম পানি নিষ্কাশন ও সেচ সুবিধার জন্য নির্বাচিত ১৭টি স্থানে আরসিসি পাইপ স্থাপন। | কৃষি ও সেচ খাত | ১,০০,০০০.০০ | পিআইসি |
২। | গোয়ালহাটী বাঁশবাড়ী খালের উপর কালভার্ট নির্মান। | যোগাযোগ | ১,০০,০০০.০০ | পিআইসি | |
৩। | ছুটিপুর পাকার মোড় হতে মিস্ত্রিপাড়া পর্যমত্ম রাসত্মা এইচবিবি করন। | যোগাযোগ | ৬,৪৯,৯১৯.০০ | টেন্ডার | |
| ইউনিয়ন যোগফল= |
| ৮,৪৯,৯১৯.০০ |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস