Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

১নং গঙ্গানন্দপুর ইউনিয় পরিষদটি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় অবস্থিত। ঝিকরগাছা থেকে ৯-১০- কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। অত্র ইউনিয়নটিকে বিভিন্ন পেশার মানুষ বসবাস করে। বিশেষ করে কৃষি পেশার মানুষেরা বেশি। এখান কার প্রধান উৎপাদন ফসল ধান, পাট, সরিসা, সবজি-তরকারি ।

 

১) নাম-১নং গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদ।

২) আয়তন-৪৫.৫১ বর্গ কি:মি:

৩) লোকসংখ্যা: ৩০,৫২৬জন

৪) গ্রামের সংখ্যা: ১৬টি

৫) মৌজার সংখ্যা: ১৫টি

৬) হাট/বাজারের সংখ্যা-৩টি

৭) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজি বাইক ও বাস এর মাধ্যমে

৮) শিক্ষার হার: ৭০%(২০০১ সালের আদমশুমারী অনুসারে)

      ৯) কলেজের সংখ্যাঃ ১ টি

     ১০) মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ৪ টি

     ১১) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১টি

     ১২) মাদ্রাসার সংখ্যাঃ ৩টি

    ১৩) সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ০৯টি

    ১৪) রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ঃ ২টি

    ১৫) স্বাস্থ্য ক্লিনিকঃ ১টি এবং কমিউনিটি ক্লিনিক-৩টি

   ১৬) পোষ্ট অফিসঃ ১টি

   ১৭) ব্লকের সংখ্যাঃ৩টি

  ১৮) মসজিদের সংখ্যাঃ (আনু)২০ -টি

   ১৯) মন্দিরের সংখ্যাঃ ৭টি

   ২০) গীর্জার সংখ্যাঃ --টি

   ২১) আশ্রমের সংখ্যাঃ নাই

   ২২) কবরস্থানের সংখ্যাঃ --

  ২৩) ক্লাবের সংখ্যাঃ ---

  ২৪) এন জি ও’র সংখ্যাঃ ৫টি

  ২৫) হাঁস-মুরগীর খামারের সংখ্যাঃ

  ২৬) গবাদি পশু খামারের সংখ্যাঃ

   ২৭) প্রত্নতত্ত্ব / ঐতিহাসিক স্থানের নাম(যদি থাকে)ঃ ফকির টিকা

২৮) ইউপি নতুন ভবন স্থাপিত কাল: সাল ২০০৮ইং

২৯) নবগঠিত পরিষদের বিবরণ:

            শপথ গ্রহনের তারিখ:১০-৮-১১

            প্রথম সভার তারিখ: ১৭/০৮/১১

            মেয়াদ উত্তীর্নের তারিখ:

 

৩০)গ্রাম সমূহের নাম,

ব্যাংদাহ,গুলবাগপুর,দত্তপাড়া,শ্রীচন্দ্রপুর,আটলিয়া,মেৌতা,গোয়ালহাটি,ছুটিপুর,বিষহরী,বালিয়া,

গৌরসুটি,কাগমারী,কৃষ্ণচন্দ্রপুর,গঙ্গানন্দপুর,নবগ্রাম,জিউলীগাছা

 

৩১)ইউনিয়ন পরিষদের জনবল

  নির্বাচিত পরিষদ সদস্য: ১২জন

  ইউনিয়ন পরিষদ সচিব: ১জন

  ইউনিয় গ্রাম পুলিশ   : ০৯জন